নিজ হাতে রাস্তা পরিস্কার করলেন রাফায়েল নাদাল টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮ | আপডেট: ১২:২৯:পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮ রাফায়েল নাদাল এবার নিজের এলাকার রাস্তা পরিস্কারে নেমেছেন। নিজের জন্মভূমি এলাকা মায়োর্কো পরিস্কার করছেন তিনি নিজ হাতে এমন ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।হঠাৎ বৃষ্টি ও ঢলে ফ্লাশ ফ্লাড মায়োর্কায় ইতিমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০। শহরের এমন অবস্থায় তিনি চোটের কারনে বাইরে থাকলেও নেমে গেছেন রাস্তায়।এ বিষয়ে এ তারকা তার টুইটারে লিখেন, ‘মায়োর্কার জন্য এটি খুবই দুঃখের দিন। মায়োর্কায় থাকা যত পরিবার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের জন্য আমার সমবেদনা থাকবে। পরবর্তী দিনগুলোতে রাফা নাদাল একাডেমি বন্য দুর্গতদের পাশে থাকবে।’ আরও পড়ুন সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারাল ব্রাজিল ফের কুখ্যাত ঘটনা অলিম্পিকে, বক্সিংয়ে প্রতিপক্ষের কানে কামড়!