নির্বাচনের আগে আত্মপ্রকাশ ‘বাম ঐক্য ফ্রন্ট’ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮ | আপডেট: ৬:৫৮:অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮ ‘বাম ঐক্য ফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা। ছবি: সংগৃহীতনির্বাচনকে সামনে রেখে সমাজের আমূল পরিবর্তনে ও বর্তমান ‘রাজনৈতিক সঙ্কট’ থেকে উত্তোলনের লক্ষ্যে ‘বাম ঐক্য ফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন- এই চারটি দলের একাংশের নেতারা নতুন এ জোটটি গঠনের ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ নেতা ও সংগঠনের সদস্য শওকত হোসেন আহমেদ, সমাজতান্ত্রিক দলের নেতা ও সদস্য সরওয়ার মোর্শদ এবং বাসদ নেতা ও সংগঠনের সদস্য মঈন উদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, তিন মাসের জন্য প্রতি সংগঠন থেকে পর্যায়ক্রমে একজন জোটের সমন্বয়ক থাকবেন। এছাড়াও দুজন স্থায়ী সদস্য ও একজন বিকল্প সদস্যের সমন্বয়ে কেন্দ্রীয় পরিচালনা পরিষদ গঠিত হবে।সংগঠনের মূল দাবি- আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপ্লবী তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠন করা। এই বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আগামী ১৯ অক্টোবর রূপরেখা তুলে ধরা হবে। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ