পদার্থে নোবেলজয়ী লিওন লেডারম্যান আর নেই টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮ | আপডেট: ১০:২৮:অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮ ছবিঃ সংগৃহীতনোবেল পুরস্কার বিজয়ী পদার্থ বিজ্ঞানী লিওন লেডারম্যান আর নেই। তার বয়স হয়েছিল ৯৬ বছর। যুক্তরাষ্ট্রের রেডবুর্গের আইডাহোর শহরের একটি নার্সিং হোমে লেডম্যানের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী অ্যালেন কার লেডারম্যান।‘মুন নিউট্রিনো’ নামে পরিচিত একটি কণা আবিষ্কারের জন্য ১৯৮৮ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন লেডারম্যান।১৯২২ সালের ১৫ জুলাই নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন লেডারম্যান। ১৯৪৩ সালে নিউ ইয়র্ক শহরের সিটি কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লেডারম্যান মার্কিন সেনাবাহিনীতে তিন বছর সৈনিক হিসেবে কাজ করেন। যুদ্ধ শেষ হলে ১৯৫১ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ‘ঈশ্বর কণার’ ওপর পিএইচডি ডিগ্রি পান।পরে ‘ঈশ্বর কণা’ নামে এক গবেষণা বই প্রকাশ করেন। পরবর্তী সময়ে এ বইটিই তাকে নোবেল পুরস্কার এনে দেয়। আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল