পাকিস্তানকে অর্থ সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ | আপডেট: ৪:১৬:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ টিবিটি আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবিরোধী অভিযানে সুনির্দষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে দেয়া ৩০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা প্রত্যাহারের চূড়ান্ত সিন্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যা দু’দেশের সম্পর্কে নতুন কোরে সংকট তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামাবাদের বিরুদ্ধে শত কোটি ডলার অর্থ নিয়ে প্রতারণা উপহার দেয়ার অভিযোগ আনেন। শনিবার পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কন ফকনার জানান, ওই অর্থ তারা জরুরি অগ্রাধিকারপ্রাপ্ত কোনো খাতে ব্যয় করবেন।তবে তার জন্য, মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। সহায়তা প্রত্যাহার করে নিলেও সন্ত্রাস দমন নিশ্চিতে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার কথা জানান ফকনার।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইসলামাবাদ সফরের চারদিন আগে পেন্টাগন এমন সিদ্ধান্ত নিলো। নিজেদের সীমান্ত ব্যবহার করে আফগানিস্তানে হামলা চালাতে পাকিস্তান সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হিসেব ব্যবহৃত হয়-এমন অভিযোগ তুলে গেলো জানুয়ারিতে সবধরনের নিরাপত্তা সহায়তা বন্ধের উদ্যোগ নেয় ওয়াশিংটন। তবে এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান। আরও পড়ুন বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর