পাথরঘাটায় হাঁস বেঁধে রাখায় বৃদ্ধকে পেটালেন সাবেক এমপিপুত্র টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ১২:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ নিজের ধানক্ষেতে এমপিপুত্রের হাঁস ঢুকলে তা বেঁধে রাখার অপরাধে এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে টর্সলাইট দিয়ে পেটালেন বরগুনা-২ সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ছেলে গোলাম মোর্সেদ রানা ও তার স্ত্রী বেবী।আহত আবুল হোসেন (৬০) কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের বাসিন্দা।শুক্রবার রাতে ওই গ্রামে আবুল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।বৃদ্ধ আবুল হোসেন জানান, গত শুক্রবাব বিকালে তার আউশ ধানের ক্ষেতে সাবেক এমপির ছেলে রানার হাঁস ঢুকলে আবুল হোসেন তা ধরে বেঁধে রাখেন। পরে রানার হাঁস জানতে পেরে হাসগুলো ছেড়ে দেন।সন্ধ্যার পর আবুল হোসেন বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে রানা ও তার স্ত্রী বেবী এসে টর্সলাইট দিয়ে পিটিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে চলে যান। তার কিছুক্ষণ পর আবুল হোসেনের ছেলে দেখতে পেয়ে তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।বছরখানের আগেও রানা তাকে দেশীয় বাংলা দা দেখিয়ে হত্যা করার হুমকি দিয়েছে বলেও জানান তিনি।অভিযুক্ত রানা গোলাম মোর্সেদ রানা সত্যতা স্বীকার করে বলেন, আমার সঙ্গে আবুল হোসেনের বাগ্বিতণ্ডা হয়েছে। তবে হাসপাতালে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মোল্লা মো. খবীর আমেদ বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক