পীরগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনোত্তর মূল্যায়ন সভা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯ বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংসদ নির্বাচনোত্তর মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, শামিমুজ্জামান জুয়েল, যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র কশিরুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে মটরগাড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক পেয়েছেন ৮৪ হাজার ৩৯৫ ভোট পেয়েও মাত্র ৪ হাজার ১১৫ ভোটে পরাজয়ের বিভিন্ন কারন বিশ্লেষনের পাশাপাশি ভুলত্রুটি সমাধান করে আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মিদের সচেষ্ট থাকার আহবান জানানো হয়। আরও পড়ুন কিশোরগঞ্জে অপ্রাপ্ত মেয়েকে ফুসলিয়ে বিয়ে করে এখন যৌতুকের জন্য অত্যাচার ত্রাণের স্লিপ চাওয়ায় বৃদ্ধাকে গলা ধাক্কা, স্ত্রীসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার