পেছাতে পারে অস্ট্রেলিয়া সিরিজ, মুশফিকের খেলার সম্ভাবনা টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ | আপডেট: ৮:৫৭:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ ছবি: সংগৃহীতউইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সবাই করোনা নেগেটিভ প্রমাণিত হওয়ায় অজিদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তবে জৈব সুরক্ষাবলয়ে করোনা ঢুকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ দুই দিন পিছিয়ে গেছে। একই কারণে পিছিয়ে যেতে পারে অজিদের বাংলাদেশে আগমন। এমন একটা সম্ভাবনা আছে। অবশ্য এমনটা হবেই যে তার কোনো নিশ্চয়তা নেই।তবে কদিন পেছালে অবশ্য মুশফিকুর রহিমকে পাবে বাংলাদেশ।যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এমন খবর এখনই নিশ্চিত করে বলতে চাননি। তবে সে রকম কিছু হলে বোর্ড প্রস্তুত বলেই জানালেন তিনি।‘এখনো আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে সমস্যা হবে না।’- বলেন নিজাম উদ্দিন চৌধুরী।তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না।’উইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার কথা ছিল শনিবার। পরিবর্তিত সূচিতে যা মঙ্গলবার শেষ হবে।বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হওয়ার কথা থাকলেও স্বাগতিক দলের একজন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ রিপোর্ট আসায় খেলা স্থগিত করা হয়। সেই ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হবে। তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি