প্রাথমিকেও পড়তে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: মোস্তাফা জব্বার টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ | আপডেট: ১২:৪১:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ ছবি:সংগৃহিতডাক, টেলিযােগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছে প্রাথমিক পর্যায়েও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয় পড়তে হবে। খুব অল্প সময়ের মধ্যে বাধ্যতামূলক করা হবে বলে জানান মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার।রাজধানীর ব্র্যাক সেন্টারে শনিবারে তিনি বলেন, আমরা কি প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় প্রাথমিকের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ের সঙ্গে পরিচিত করানোর কথা বলেন।মাননীয় মন্ত্রী বলেন, দেশের শিক্ষা পদ্ধতিকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অবশ্যই প্রাথমিক পর্যায় থেকে তথ্যপ্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে।অনেক প্রচেষ্টার পর সরকার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে আইসিটি বিষয়টি ২০১২ সালে বাধ্যতামূলক করে।সরকার জানিয়ে বর্ষীয়ান এই তথ্যপ্রযুক্তিবিদ বলেন, পর্যায়ক্রমে তা ২০১৩ সালে নবম ও ২০১৪ সালে দশম শ্রেণিতে বাধ্যতামূলক করা হয়। আগে ওই শ্রেণিগুলোতে পাঠ্যবইয়ের তালিকায় কম্পিউটার শিক্ষা নামে ঐচ্ছিক বিষয় ছিল।চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অন্য অনেক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকলেও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে দেশ অনেক পিছিয়ে আছে বলেও স্বীকার করেন মোস্তফা জব্বার।তিনি বলেন, দেশের মোট জনগণের ৬৫শতাংশ তরুণ। তাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করা ছাড়া আর কোনো বিকল্প আমাদের কাছে নেই।বিগত ১০ বছরে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লব না পেলেও বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লব ভালোভাবে শুরু করেছে বলে জানান তিনি।একই সঙ্গে এ খাতের চ্যালেঞ্জ হিসেবে শিক্ষার বাইরে সাইবার নিরাপত্তা এবং কাগজবিহীন ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করেন।ই-জেনারশনের আয়োজনে এ সেমিনার সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীম আহসান। আরো আলোচনায় অংশ নেন অ্যাসোসিও সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, ইনজেনারেশন ডিজিটাল ট্রান্সফরমেশন পরিচালক মুশফিকুর রহমান প্রমুখ, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি ওসামা তাসির, এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান। আরও পড়ুন বাংলাদেশের ক্রেতাদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে অফিশিয়াল ওয়েবসাইট চালু করলো স্যামসাং ইন্টারনেটের গতিতে লিবিয়া-সিরিয়া-উগান্ডারও পেছনে বাংলাদেশ