প্রীতি ম্যাচ হলেও একটু ভিন্ন নিয়মে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮ | আপডেট: ৯:২৮:পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮ টিবিটি খেলাধুলাঃ কয়েক ঘণ্টা পরেই সুপারক্লাসিকোতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। সৌদি আরবের মাটিতে দু’দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার রাত ১২টায়।মেসিবিহীন আর্জেন্টিনা তারুণ্যে ঘেরা। অপরদিকে দারুণ ফর্মে থাকা ব্রাজিল মাঠে নামবে পূর্ণ শক্তির দল নিয়েই।আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচে একটু ভিন্ন নিয়মে খেলবে দু’দল। আর নিয়মের এই ভিন্নতা ম্যাচটিকে আরো বেশি প্রতিদ্বন্দ্বী করে তুলবে।সাধারণত প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে বা ফলাফলে সমতা থাকলে সেখানেই ম্যাচ শেষ করে দেন রেফারি। তবে ব্রাজিল-আর্জেন্টিনার আজকের ম্যাচটি অমীমাংসিত থাকবে না। কারণ, ম্যাচের নির্ধারিত সময়ে দু’দলের গোল সমান হলে সেক্ষেত্রে টাইব্রেকারে নির্ধারণ হবে ম্যাচের ফলাফল।আর্জেন্টাইন ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের খবরে বলা হয়েছে, ম্যাচের নির্ধারিত সময়ের খেলায় ড্র হলে সরাসরি পেনাল্টি শ্যুট আউটে যাবে। শুধু তাই নয়, বিজয়ী দলকে একটি ট্রফিও দেয়া হবে। আরও পড়ুন সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারাল ব্রাজিল ‘মেসির ১০ নম্বর জার্সি পরে আর কেউ খেলবে না’