‘ফিফার বর্ষসেরা তালিকাটি ভুল’ টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮ | আপডেট: ১১:৫৫:অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮ কিছুদিন আগেই ঘোষণা করা হয় ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা। সেই তালিকায় জায়গা হয় মোহাম্মদ সালাহ, লুকা মদ্রিচ এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে সেই তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসির। তবে এই তালিকাটি ভুল বলে মনে করেন মেসির দুই বার্সেলোনা সতীর্থ জর্দি আলভা এবং রাকিতিচ।আলভা বলেন ,’ “আমার কাছে, বর্ষসেরার পুরস্কারটা ভুল। মদ্রিচ অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্বের অন্যতম সেরা। কিন্তু মেসির অবস্থান আলাদা টেবিলে, সে অন্য একটা পর্যায়ে খেলে। আরও একবার সে দেখিয়েছে যে সে বিশ্বের সেরা।”রাকিতিচ বলেন ,’ লুকা মদ্রিচের অসাধারণ একটা মৌসুম কাটানোর মতো পরিস্থিতি কখনও কখনও হয়। আর সম্ভবত মানুষ একটু পরিবর্তন চায়।”রাকিতিচ আরো বলেন ,“কিন্তু সবাইকে সম্মান করেই বলছি, লুকা এবং অন্যরা জানে যে একজন খেলোয়াড় আছে যে অন্যদের চেয়ে আলাদা। আর সে হলো লিও মেসি।” আরও পড়ুন সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারাল ব্রাজিল ‘মেসির ১০ নম্বর জার্সি পরে আর কেউ খেলবে না’