ফেইক ফিল্ডিং করায় মিরাজকে জরিমানা টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ | আপডেট: ১১:১২:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ সংগৃহীত ছবিরাজশাহীর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে ফেইক ফিল্ডিংয়ের জন্য জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) বিপিএলের ১৩তম মুখোমুখি হয় ম্যাচে রংপুর রাইডার্স ও রাজশাহীর কিংস।আর এই ম্যাচে রংপুরের ইনিংসের ১২তম ওভারে নিজের বোলিংয়ের পর ফেইক ফিল্ডিং করায় পাঁচ রান জরিমানা করা হয় অধিনায়ক মিরাজকে।ইচ্ছাকৃতভাবে করা মিরাজের এই ফেইক ফিল্ডিং এড়ায়নি আম্পায়ারের চোখ। আর তাই আইসিসির নিয়ম অনুযায়ী জরিমানা হিসেবে প্রতিপক্ষ দলকে পাঁচ রান দিতে হয় মিরাজকে।এই ঘটনায় ম্যাচ চলাকালেই দুই আম্পায়ার আলোচনার করে রংপুরের স্কোরে পাঁচ রান যোগ করেন। এতে অবশ্য খুশি হতে পারেননি রাজশাহীর অধিনায়ক মিরাজ। বেশ কিছুক্ষণ আম্পায়ারদের সঙ্গে আলোচনা। তার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছিল আম্পায়ারের সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেননি এই অধিনায়ক। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি