বন্যার্তদের উদ্ধারে পিঠ পেতে দিলেন স্বেচ্ছাসেবক টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ | আপডেট: ৩:৪৫:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ কেরালার ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন তিন শতাধিক মানুষ। সরকারি হিসাবে বন্যার পানিতে আটকে রয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। ফলে বানভাসি সেই সব মানুষকে উদ্ধারের কাজে নেমেছে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন। যেগুলির সদস্যরা প্রাণ হাতে নিয়ে নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন সাধ্যমতো প্রচেষ্টা। সেই সমস্ত আবেগঘন মুহূর্তের ছবি-ভিডিও নেটদুনিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে সর্বত্র।রোববার বন্যাদুর্গত মানুষের উদ্ধারকারী দলের এক সদস্যের চেষ্টার তেমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল।ভিডিওটিতে দেখা যাচ্ছে, উদ্ধারকারী নৌকায় যাতে নারী সহজে উঠতে পারেন, সেদিকে নজর দিয়েই ওই স্বেচ্ছাসেবক দুই হাত আর দুই পায়ে ভর করে উপুড় হয়ে বসেছেন। আর তাঁর পিঠে পা দিয়েই নৌকায় উঠে বন্যার্তদের মুখে চওড়া হাসির প্রলেপ। প্রাণ ফিরে পেয়ে কেউ কেউ তো পায়ের চটি জোড়াও খুলতে ভুলে গেলেন। আবার কেউ সহজে বোটে তুলে দেওয়া সম্ভব শিশুকেও তাঁর পিঠে চড়াতে উদ্যত হলেন। পাশ থেকে এক জন সেই শিশুকে নিজেই তুলে দিলেন নৌকায়। আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল