‘বাংলাদেশের খেলোয়াড়রা তো অস্ট্রেলিয়ার প্রদেশে এক রানও পাবে না’ টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ | আপডেট: ৯:০১:পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ বাংলাদেশ ক্রিকেটকে অস্ট্রেলিয়া অনেক আগের থেকেই দেখতে পারেনা। আর অস্ট্রেলিয়ার এমন মনোভাব নতুন কিছুই না। বারবার বাংলাদেশে আসতেই তালবাহন করে দলটি।যেখানে বিগ থ্রির বাকী দুইটি দল ভারত-ইংল্যান্ডের বাংলাদেশে আসতে সমস্যা হয়না, সেইখানে সমস্যা শুধু ওয়ানডে র্যাংকিংয়ে ৬ নম্বরে থাকা অস্ট্রেলিয়ারই হয়।শেষবার বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে ১-১ এ টেস্ট সিরিজ ড্র করে অস্ট্রেলিয়া। ২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফর্ম্যান্স প্রধান প্যাট হোবার্ড বোর্ডের কাছে একটি মেইল পাঠান। সেখানে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এমন একটি দলের কাছে হেরেছে, যারা প্রদেশ ভিত্তিক টুর্নামেন্টের খেলোয়াড়দের মতোও নয়!’গিডিওন লিখেছেন, হোবার্ড তার মেইলে উল্লেখ করেন অস্ট্রেলিয়া যাদের কাছে হেরেছে তারা প্রদেশ ভিত্তিক দলে একটি রানও পাবে না।হোবার্ডের মেইলটি ছিল এমন, ‘বাংলাদেশের কাছে হেরে আমি ঢাকার একটি হোটেলে বসে ছিলাম। ব্যক্তিগতভাবে বিব্রত। যে কেউ বুঝতে পারবে এই হার কতটা নিম্নমানের। যৌক্তিকভাবে আমি নিশ্চিত যারা আমাদের এইমাত্র হারিয়েছে, তারা কোনো প্রদেশ দলের বিপক্ষে এক রানও পাবে না।’ আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি