বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ | আপডেট: ৫:৩৪:পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক সাংগঠনিক কাঠামোভুক্ত ১৫তম গ্রেডের ‘মোটর গাড়িচালক (এমটিডি)’ পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।পদের নামমোটর গাড়িচালক (এমটিডি)পদসংখ্যা৬০ জন শিক্ষাগতযোগ্যতাঅষ্টম শ্রেণি/জেএসসি/সমমানঅভিজ্ঞতাভারি যানবাহন চালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাবয়স৩০ বছরবেতন৯,৭০০-২৩,৪৯০ টাকাচাকরির ধরণ স্থায়ীপ্রার্থীর ধরণনারী-পুরুষআবেদনপত্র সংগ্রহনির্ধারিত ফরমে আবেদন করতে হবেআবেদনের ঠিকানাপরিচালক, বেসামরিক কর্মচারী পরিদফতর, নৌবাহিনী সদর দফতর, বনানী, ঢাকা-১২১৩।আবেদনের সময়সীমাআবেদনের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০১৮। আরও পড়ুন জনবল নিয়োগ দিচ্ছে মেট্রোরেল ৫৩৮ জনের চাকুরীর সুযোগ স্বাস্থ্য অধিদপ্তরে