বাইকে করে অফিসে গেলেন পলক! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯ | আপডেট: ৩:০৯:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯ সংগৃহীতমোটরসাইকেলে করে প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন দ্বিতীয়বারের মত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুনায়েদ আহমেদ পলক।প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর মঙ্গলবার তিনি নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের জন্য সচিবালয়ে নিজ দপ্তরে যান পলক।নিজের ফেরিফাইড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে পলকলিখেন, `বাইকে চড়ে প্রথম দিন অফিসে।’তবে প্রতিমন্ত্রীকে বহনকারী মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও তার হেলমেট ছিল না। ফেসবুকে দুটি এমন ছবি পোস্ট করায় নীচে অনেকেই এর সমালোচনা করছেন। ইউসুফ হাসনাত নামের একজন লিখেছেন, মহোদয়,হেলমেট টা পরলে দায়িত্বশীলতার পরিচয় হতো।গত ৩০ডিসেম্বরের ভোটে নাটোর-৩ আসন থেকে বিএনপির দাউদার রহমানকে হারিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হন পলক। সদ্য বিলুপ্ত সরকারের মতোই তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব ফিরে পেয়েছেন।পলক প্রথম সংসদ সদস্য হন ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে। এবার মিলে টানা তিনবার তিনি সংসদ সদস্য হলেন। বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কর্মযজ্ঞ চলছে তা এগিয়ে নিতে কাজ করছেন এই রাজনীতিক। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা