বিএনপি-জামায়াতের ‘লেজ‘ ড. কামাল – তথ্যমন্ত্রী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮ | আপডেট: ৫:২২:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮ ফাইল ছবিটিবিটি রাজনীতিঃবুধবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারবিরোধী ঐক্য নিয়ে সব ভাব-ভঙ্গি দেখার পরে দেখা গেল ড. কামাল হোসেন মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এই মুহূর্তে যে ঐক্য হয়েছে সেটা ঐক্য নয় বিএনপিকে ক্ষমতায় বসানো। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেওয়া।২১শে আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ১৪ বছর আগে গ্রেনেড হামলার মামলা হয়েছে। উন্মুক্ত আদালতে শতাধিক লোক সাক্ষী ছিলেন, চুলচেরা বিশ্লেষণ করে এ মামলার রায় হয়েছে। ১৪ বছর পর বিএনপি-কামাল হোসেনরা বলছেন এটা রাজনৈতিক মামলা এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ