বিক্ষোভে উত্তাল মিরপুর-আশুলিয়া, আহত ১০ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯ | আপডেট: ১২:২৮:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষনতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আজও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। মিরপুর-১৪ তে সকাল থেকেই সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকায়ও। সকাল থেকেই পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে ইতিমধ্যে আহত হয়েছে অন্তত ১০ জন।এদিকে সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা যাত্রীবাহী বাসসহ ১৫টি গাড়ি ভাঙচুর করেছে।স্থানীয়রা জানায়, সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে ৮টার দিকে কারখানা থেকে বের হয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় তারা দফায় দফায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে এবং যাত্রীবাহী বাসসহ ১৫টি গাড়ি ভাঙচুর করে।জানা গেছে, ওই এলাকার ৫টি গার্মেন্টস এর হাজার হাজার শ্রমিক সকালে রাস্তায় নেমে আসে। তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। একইসঙ্গে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে।উল্লেখ্য, আজ ৬ষ্ঠ দিনের মতো দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। আরও পড়ুন বিনা প্রয়োজনে বের হওয়ায় আজও রাজধানীতে গ্রেফতার ৫৬৬ অকারণে বের হয়ে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭