বিপিএল খেলতে যাওয়া প্রথম ‘এমপি’ টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮ | আপডেট: ১০:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বেসরকারি হিসেবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।মাশরাফির এ বিজয়ে তার ভক্ত-সমর্থকদের পাশাপাশি উদ্বেলিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার দল রংপুর রাইডার্সও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি।যেখানে মাশরাফিকে তারা অভিহিত করেছে বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি তথা সংসদ সদস্য হিসেবে। ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘আরেকটি অসাধারণ অর্জনে মাশরাফি বিন মর্তুজাকে অভিনন্দন। বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি হতে যাচ্ছেন মাশরাফি।’ আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি