বিরোধীদলীয় উপনেতার স্বীকৃতি পেল জি এম কাদের টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ | আপডেট: ২:১৬:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ সংগৃহীতজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে (সংসদীয় আসন ২১ রংপুর-৩) সংসদের বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দেয়ার পর এবার তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে রিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।বৃহস্পতিবার তিনি এই স্বীকৃতি দেন। সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংসদের কার্য়প্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী ‘বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) অধ্যাদেশ, ১৯৭৯’ মোতাবেক সংসদীয় আসন ১৮ লালমনিরহাট-৩ হতে নির্বাচিত সংসদ সংসদ গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেয়া হলো।প্রসঙ্গত, এর আগে বুধবার সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আর এরশাদ তার ছোট ভাইকে বিরোধীদলীয় উপনেতার স্বীকৃতির জন্য স্পিকারের কাছে চিঠি দেন। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ