বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ‘হুমকি’ ট্রাম্পের টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ৩:০৫:পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ ফাইল ছবিযুক্তরাষ্ট্রকে যথাযথ মূল্যায়নে আচরণগত কোনো পরিবর্তন না আনলে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিডটিও) থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনৈতিক ওই জোট থেকে আমেরিকাকে সরিয়ে আনার কথা বলেন ট্রাম্প।তিনি বলেন,‘তারা (পরিচালনা পর্ষদ) যদি আমেরিকার প্রতি আচরণগত কোনো পরিবর্তন না আনে, তাহলে আমি ডব্লিউটিও থেকে বের হয়ে যাবো।’আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ডব্লিউটিও ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে এটি। এর সদস্য সংখ্যা ১৬৪টি দেশ। সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।গত জুলাইয়েও এ বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ‘ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্র সুবিধা পায় না। তবে সংস্থাটি আমাদের যথাযথ মূল্যায়ন না করলে কিছু একটা করবো।’ আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল