বোনের স্বামীকে ‘অপহরণে’ ঢাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮ | আপডেট: ১১:৪৫:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮ টিবিটি শিক্ষাঙ্গনঃবোনের স্বামীকে অপহরণ করে নিজের কক্ষে আটকে রাখার দায়ে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে থানায় সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার বিকালে ফজলুল হক মুসলিম হলের ২৪৫ নাম্বার কক্ষ থেকে অপহৃত আল আমিনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রশাসন অভিযুক্ত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক নূরে আলম চৌধুরী শাওন ও আল আমিনকে পুলিশে সোপর্দ করে।শাহবাগ থানা সূত্রে জানা যায়, তালাকের টাকা পরিশোধ না করায় নূরে আলম তার বোনের স্বামী আল আমিনকে অপহরণ করে নিজের রুমে আটকে রাখেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনকে ওই কক্ষ থেকে উদ্ধার করে।জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের বিষয়টি সম্পর্কে জানতে পারি। পরবর্তী সময়ে হল প্রশাসনের সাহায্যে তাদের আটক করি।’তারা এখন কোথায় আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।মামলা না হলেও শাহাবাগ থানার এক কর্মকর্তা নিশ্চিত করেন যে, তারা এখনো থানায় আছেন।সূত্র: ঢাকাটাইমস আরও পড়ুন করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু বরেণ্য সংগীত শিল্পী ফকির আলমগীর-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ