বোর্নমাউথের গোল উৎসব, ঘাম ঝরেছে টটেনহ্যামের টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮ | আপডেট: ১২:০০:পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮ ওয়াটফোর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে এএফসি বোর্নমাউথ। তিন নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পার একই দিন কার্ডিফ সিটিকে হারিয়েছে ১-০ গোলে।বোর্নমাউথের হয়ে জোড়া গোল করেন কিং। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৪৫তম মিনিটে ব্যবধান বাড়ান তিনি। অন্য গোল দুটি ব্রুকস এবং উইলসনের।ওয়াটফোর্ড বিপাকে পড়ে ৩২ মিনিটের সময়। ক্রিস্টিয়ান কাবাসেলে লালকার্ড দেখে মাঠ ছাড়লে আর তাল মিলিয়ে উঠতে পারেনি দলটি।টটেনহ্যামের বিপক্ষে কার্ডিফও ৫৮ মিনিট থেকে দশজনের দল নিয়ে খেলেছে। তবে তারা গোল হজম করেছে মাত্র একটি। ম্যাচের ৮ মিনিটের সময় এরিক দিয়ের গোলটি করেন।অন্য ম্যাচে উভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এভারটনের বিপক্ষে লেস্টার সিটি হেরেছে ২-১ গোলে। বার্নলি ১-১ গোলে ড্র করেছে হাডার্সফিল্ড টাউনের সঙ্গে।টটেনহ্যাম ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয়। সমান ম্যাচে বোর্নমাউথ ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম। ১২ পয়েন্ট নিয়ে লেস্টার আছে ৯ নম্বরে। ৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল। আরও পড়ুন সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারাল ব্রাজিল ‘মেসির ১০ নম্বর জার্সি পরে আর কেউ খেলবে না’