বড় দুর্ঘটনা থেকে বাঁচল শাহরুখ-১ লঞ্চের হাজারো যাত্রী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ | আপডেট: ৫:৫৭:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৮ বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী এমভি শাহরুখ-১ লঞ্চকে মালবাহী একটি কার্গো জাহাজ ধাক্কা দিয়েছে। এতে যাত্রীবাহী লঞ্চটিতে ফাটল দেখা দিলে, রাত পৌনে ১০টার দিকে ওই এলাকায় লঞ্চের কর্তৃপক্ষ সেটিকে নোঙর করতে বাধ্য করে।মঙ্গলবার রাত ৯টার দিকে ঝালকাঠি গাবখান চ্যানেল এ ঘটনা ঘটে।জানা যায়, এমভি শাহরুখ-১ লঞ্চটিতে প্রায় দেড় হাজারের অধিক যাত্রী ছিল। তাদের সবাইকে নিরাপদে বরিশাল নদীবন্দরে নামানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ, বরিশাল) নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা সরকার মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, নৌ-পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার (কারিগরি) পর্যবেক্ষণ অনুযায়ী এমভি শাহরুখ-১ লঞ্চটি চলাচল উপযোগী নয়। আজকের যাত্রা বাতিল করা হয়েছে। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক