ভাতিজার শিয়াল ধরার ফাঁদে চাচার মৃত্যু টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮ | আপডেট: ১০:১৪:পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮ রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নে ভাতিজার মুরগীর খামারে পেতে রাখা বৈদ্যুতিক শেয়াল ধরার ফাঁদে জড়িয়ে মফিজ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মফিজ মিয়া রামকান্তপুর ইউপির ৩নং ওয়ার্ডের আমানুল্লাহ মিয়ার ছেলে।আজ সোমবার (১৫ অক্টোবর) সকালে রামকান্তপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে মফিজের মৃতদেহ দেখে স্থানীয়রা।রামকান্তপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারেজ সেখ জানান, মফিজ একজন মাছ চাষী। রাতে ভাতিজা অপুর মুরগীর খামারের পাশেই তার পুকুরে মাছ পাহারা দিতে গেলে ভাতিজার মুরগীর খামারে পেতে রাখা বৈদ্যুতিক শেয়াল ধরার ফাঁদে জড়িয়ে তার মৃত্যু ঘটেছে। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক