ভারতে সচিবালয়ে হাজির জলজ্যান্ত চিতাবাঘ! টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ | আপডেট: ১০:১১:পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ ভারতের গান্ধীনগরে সচিবালয়ের সিসিটিভি দেখে হতভম্ব কর্মকর্তারা! যেখানে প্রতিদিন বহু মানুষ নিজেদের অভাব-অভিযোগ নিয়ে হাজির হন, সেই সচিবালয়েই কিনা বসে আছে জলজ্যান্ত এক চিতাবাঘ। সোমবার গান্ধীনগরের সচিবালয় এ ঘটনা ঘটে।সংবাদ সংস্থা এএনআইয়ের প্রচার করা এক ফুটেজে দেখা যায় ধীরে ধীরে সচিবালয়ে ঢুকে পড়ছে একটি চিতাবাঘ। বন্য এ পশুটিকে বাগে আনতে অভিযান শুরু করেন বন কর্মীরা।যতক্ষণ না পর্যন্ত চিতাবাঘটিকে বাগে আনা গেল, ততক্ষণ কোনো কর্মকর্তা-কর্মচারীকে সচিবালয়ে ঢুকতে দেয়া হয়নি।এনডিটিভি আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল