‘ভারত’- সিনেমার ফার্স্ট লুক প্রকাশিত টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮ | আপডেট: ৮:৩৯:পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮ সর্বসাম্প্রতিক সময়ে বলিউড চলচ্চিত্রে অন্যতম আকাঙ্ক্ষিত ছবি সালমান খানের পিরিয়ড ড্রামা ‘ভারত’। এই ছবিটিকে নিয়ে সালমান খানের ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শকদের অপেক্ষার অন্ত নেই। তাই ছবিটি সংশ্লিষ্ট যেকোনো সংবাদ পাঠের শীর্ষে চলে আসে।ইতিমধ্যে মালটায় তাদের শিডিউল শেষ করেছে টিম ‘ভারত’। আর সে উপলক্ষেই ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে ভারত দ্য ফিল্ম ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পক্ষ থেকে। আর অবশ্যই ফার্স্ট লুকটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের।ভারত এর মালটা শিডিউলে সালমানের সাথে আরো ছিলেন সুনীল গ্রোভার আর নোরা ফাতেহি। আলি আব্বাস জাফরের এই ছবিটি সালমানের হোম প্রডাকশন এবং এটিতে সালমান কঠিন সব স্টান্টে পারফর্ম করবেন। আরও পড়ুন পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়, বললেন সালমানের প্রাক্তন প্রেমিকা রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?