মাশরাফির প্রশংসায় রাইলি রুশো টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯ | আপডেট: ১১:৪৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯ ছবিঃ সংগৃহিতনতুন সাংসদ এবং বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভক্ত-কূলের অভাব নেই। তাঁর মানবিক গুণাবলীর কারণে মানুষ তার ভক্ত হয়ে যায়। এবার আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো তার ভক্ত বনে গেলেন। মাশরাফির প্রশংসায় রুশো বলেন, ‘দলের খেলোয়াড় হিসেবে অসাধারণ চরিত্র মাশরাফি। এই প্রথম আমি তার সঙ্গে কাজ করছি। আমি প্রতিটি সময়ই তার সঙ্গে কাজ করে উপভোগ করছি।’রাইলি রুশো বিপিএল এ মাশরাফির দল রংপুর রাউডার্সে খেলছেন। দলে মাশরাফির কর্মকাণ্ড দারুণভাবে উপভোগ করছেন তিনি।দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার পর রুশোকে মজা করে কেক খাওয়াতে গিয়ে তার মুখেও লাগিয়ে দিয়েছিলেন মাশরাফি। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি