মীরসরাইয়ে রেলগেইটে দাঁড়ানো বাসকে ট্রেনের ধাক্কা, নিহত ২ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ | আপডেট: ৩:০১:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ চট্টগ্রামের মীরসরাইয়ে রেলগেইটে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ট্রেন ধাক্কা দিলে দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ বাসযাত্রী।আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে মীরসরাইয়ের বারৈয়ারহাট রেলক্রসিং গেইটে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বারৈয়ারহাট রেলক্রসিং গেইটে এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়।এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন, আহত হন ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করে।পরিদর্শক আরো জানান, ওই রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান ছিল না। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল।আহতদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও পড়ুন পটিয়ায় করোনা আক্রান্ত রোগী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশির প্রকোপ কক্সবাজারে পাহাড় ধসে টেকনাফে একই পরিবারের ৫ শিশু এবং মহেশখালীতে এক বৃদ্ধের মৃত্যু