মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ৩, দগ্ধ ৯ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ | আপডেট: ৬:৩৬:পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ প্রতীকী ছবিটিবিটি সারাদেশ: খুলনায় মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে আরও নয়জন।সোমবার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।নিহত তিনজনের মধ্যে রাজু ও কামাল নামে দু’জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।দগ্ধ নয় শ্রমিকের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। তাদেদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিস্ফোরণ এবং এর পর অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু নড়াইল সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের জন্য চেম্বার অব কমার্সের হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান