মোংলায় কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ | আপডেট: ৮:৪১:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ এনামুল হক, মোংলা: মোংলায় গরীব শিশু ও বয়স্ক নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘ পশ্চিম জোন। এসময় ৪ শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।রবিবার (১৩ জানুয়ারী) সকাল ১০ টায় মোংলার বিসিজি বেইসে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যান সংঘের আঞ্চলিক চেয়ারম্যান মিসেস অনামিকা মিনার, বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিনারুল হক সহ কোস্টগার্ড বাহিনীসহ জোনের কর্মকর্তাবৃন্দ।প্রতি বছর শীত মৌসুমে উপকূলীয় এলাকার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে এ বছর মোংলা উপজেলার ৪ শতাধিক দরিদ্র শিশু বয়স্ক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু নড়াইল সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের জন্য চেম্বার অব কমার্সের হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান