ম্যানইউ থেকে মরিনহোর বিদায়! টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮ | আপডেট: ১১:২৮:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮ ম্যানইউ থেকে মরিনহো বিদায় নিবেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর। মিরর দাবি করেছে নিউক্যাসলের সাথে ম্যানইউ’র আজকের ম্যাচের ফলাফল যাই হোক না কেন মরিনহো বিদায় নিবেন।মিররের রিপোর্টে উল্লেখ্য করা হয়েছে, ম্যানইউ’র কর্মকর্তাদের সাথে ইতিমধ্যেই মরিনহো আলোচনা শেষ করেছেন। তাই আজকের ম্যাচের পরেই বিদায় জানাবেন ম্যানইউ অধ্যায়কে।মরিনহো বিদায় নিলে সেই যায়গায় আশীন হতে পারেন ফরাসি জিনেদিন জিদান তবে সাবেক ইংলিশ ফুটবলার মাইকেল ক্যারিক অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিবেন।উল্লেখ্য, ম্যানইউ টানা চার ম্যাচ ধরে জয় পাচ্ছে না, যেমনটা তাদের তিন যুগেও হয়নি। এছাড়া দলের সেরা খেলোয়াড় পল পগবা কিংবা বাকি খেলোয়াড়দের সঙ্গেও নাকি মরিনহোর সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে। আরও পড়ুন সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারাল ব্রাজিল ‘মেসির ১০ নম্বর জার্সি পরে আর কেউ খেলবে না’