যে কারণে আত্মহত্যা করতে চেয়েছেন এ আর রহমান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮ | আপডেট: ১১:৪৫:পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮ সংগৃহীতএমন চূড়ান্ত সফল ব্যক্তি একটা সময় নাকি নিজেকে ব্যর্থ বলে মনে করতেন। শুধু ব্যর্থতাই নয়, তিনি এতোটাই হতাশায় ভুগছিলেন। যে কারণে আত্মহত্যাও করতে চেয়েছিলেন।এ আর রহমান তার সুরের জাদুতে দেশকে মাতিয়ে ছাড়িয়ে গেছেন বিশ্বব্যাপী। বিশ্বজোড়া এ খ্যাতিমান তারকা তার অসাধারণ সঙ্গীত পরিচালনার জন্য পেয়েছেন অস্কার। নিজে বেঁচে থাকা নিয়ে তিনি বলেন, সবাই আশ্চর্য হয়ে যেত, আমি কীভাবে বেঁচে আছি। আমি তখন বছর পঁচিশের। মনে হত, যেন সব কিছুই খাচ্ছি, অথচ শরীরে কোনও চেতনা নেই।তিনি আরও বলেন, মনে হত, ১২ থেকে ২২ বছরের মধ্যেই যেন আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম। প্রতিদিনের কাজকর্মের কিছুই ভাল লাগত না। আমি কোনো কাজই করতে চাইতাম না।