পোশাক শ্রমিকদের বেতন বাড়ল গ্রেডভেদে ১৫ ও ২০ টাকা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ | আপডেট: ৯:১১:অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯ মজুরি বৈষম্য দূর করতে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। পূর্ব ঘোষিত মজুরির কয়েকটি গ্রেডে আশানুরূপ মজুরি বৃদ্ধি না পাওয়ায় পোশাক শিল্পের উদ্ভূত পরিস্থিতিতে গ্রেডগুলোর মজুরি সমন্বয় করে নতুন মজুরি ঘোষণা করেছে সরকার।এতে শ্রমিকদের মোট সাত গ্রেডের মধ্যে ছয়টি গ্রেডে বেতন বাড়ানো হয়েছে। সপ্তম গ্রেডে মজুরি না বাড়লেও ষষ্ঠ গ্রেডে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এই গ্রেডের শ্রমিকরা সর্বসাকুল্যে মজুরি পাবেন ৮,৪২০ টাকা। ২০১৮ সালে ঘোষিত কাঠামোতে এই গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছিল ৮,৪০৫ টাকা। সেই হিসাবে তাদের মজুরি বাড়ছে ১৫ টাকা।অন্যদিকে পঞ্চম গ্রেডের শ্রমিকদের মজুরি বাড়িয়ে করা হয়েছে ৮৮৭৫ টাকা। এই গ্রেডে মজুরি বাড়ছে ২০ টাকা।রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মজুরি ঘোষণা দেয়ার কথা রয়েছে।মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের সাথে ১ ও ২ নম্বর গ্রেডের সমন্বয়ের মাধ্যমে সবার বেতন যৌক্তিক হার বাড়ানো হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।গত বছর নির্ধারিত মজুরি কাঠামোতে পরিবর্তনের যে প্রস্তাব করা হয়েছে তাতে বেসিক বেতন দাঁড়াবে নিম্নরূপ:-১ম গ্রেডে ১০,৪৪০ থেকে বেড়ে ১০৯৩৮ টাকা-২য় গ্রেডে ৮৫২০ থেকে বেড়ে ৯০৪৪ টাকা-৩য় গ্রেডে ৫১৬০ থেকে বেড়ে ৫৩৩০ টাকা-৪র্থ গ্রেডে ৪৯৩০ থেকে বেড়ে ৪৯৯৮ টাকা-৫ম গ্রেডে ৪৬৭০ থেকে বেড়ে ৪৬৮৩ টাকাবেসিকে এই বৃদ্ধির ফলে ৫টি গ্রেডে মোট মজুরি বৃদ্ধির চিত্রটা হবে নিম্নরূপ:-১ম গ্রেডে ১৭৬১০ থেকে বেড়ে ১৮২৫৭ টাকা (বৃদ্ধি ৬৪৭ টাকা)-২য় গ্রেডে ১৪৬৩০ থেকে বেড়ে ১৫৪১৬ টাকা (বৃদ্ধি ৭৮৬ টাকা)-৩য় গ্রেডে ৯৫৯০ থেকে বেড়ে ৯৮৪৫ টাকা (বৃদ্ধি ২৫৫ টাকা)-৪র্থ গ্রেডে ৯২৪৫ থেকে বেড়ে ৯৩৪৭ টাকা (বৃদ্ধি ১০২ টাকা)-৫ম গ্রেডে ৮৮৫৫ থেকে বেড়ে ৮৮৭৫ টাকা (বৃদ্ধি ২০ টাকা)সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে গত বেশ কয়েকদিন ধরেই কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। এতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া সড়ক বন্ধ রেখে আন্দোলন, বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও শ্রমিক আহতের ঘটনা ঘটে।এর আগে গেল বছর মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক খাতে সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে এ মজুরি কার্যকর হওয়ার কথা ছিল। আর এ মজুরি কার্যকর নিয়ে শ্রমিকরা আন্দোলন করে। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা