রাজধানীতে বাসের মধ্যে কলেজছাত্রীর শরীরে হাত! (ভিডিও) টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ | আপডেট: ২:০৬:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ রাজধানীর ফার্মগেটে বাসের মধ্যে কলেজছাত্রীর শরীরে হাত দেওয়ায় যুবককে মারধর করেছে ওই ছাত্রী। মূহুর্তের মধ্যে ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কলেজ পড়ুয়া তরুণী যুবকের কলার ধরে থাপ্পর মারছে। এসময় তরুণীকে বলতে শোনা যায় ‘তোরে আমি মেরে ফেলব, তুই আমার কলেজের সামনে এখন’’।এ সময় তরুণীটিকে বাসে থাকা লোকজন বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। পরে ঐ লোকগুলিকে উদ্দেশ্যে করে তরুণী বলেন, ‘রাস্তাঘাটে লুচ্চামি করবি, মেয়েদের গায়ে হাত দিবি’ বাসে থাকা লোকজন অভিযুক্ত লোকটিকে মাফ চাওয়ার জন্যে জোড় করে। পরে উত্তমমাধ্যম দিয়ে যুবককে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।এই মুহুর্তের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। দুপুর দেড়টা পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার জন দেখেছেন ভিডিওটি ও ৩ হাজার ৫০০ এর বেশি লোক ভিডিওটি শেয়ার করেছে।ভিডিওটির কমেন্টে একজন লিখেছেন, ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে এভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ আরও একজন লিখেছেন, ‘প্রতিটি মেয়েই এমন প্রতিবাদী হবে আমরা এটাই চাই। তাহলে মানুষ রুপি পশুদের এভাবে শায়েস্তা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ।’আবার অনেকে লিখেছেন, ‘সাব্বাশ! বাঘের বাচ্চা, এইভাবে লুচ্চাদের ঝেঁটিয়ে পরিস্কার করা হোক।’ ‘ধন্যবাদ বোন পরিবর্তন আসবেই।.#Today at Farmgetবাসে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে উত্যক্তকারীকে সঙ্গে সঙ্গে জুতা খোলে মারুন এবং সেটা খুব তীব্রভাবে(দুই-চারটা মেরে ছেড়ে দিলে সে কভু এই পেশা ছাড়বেনা)আপনি আজ চুপ হয়ে গেলে কাল আরেকজন ওর শিকার হবে। .#যতটুকু সম্ভব মাঝবয়সী শ্রেণীকে এড়িয়ে চলুন।উত্যক্তকারীদের একটা বিশাল অংশ জুড়ে আছে এই বিশেষ শ্রেণি। #সুপ্রভাত_বাসPosted by Rasel Hossain on Thursday, October 11, 2018 আরও পড়ুন ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ চাইলেন ব্যারিস্টার সুমন সকল বিশেষ শিশুদের কাছে এবং তাদের মা বাবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি: শাওন