রাজধানী’র বিলাসবহুল হোটেলে মাদক বিরোধী অভিযান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ | আপডেট: ৩:৩৩:পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ রাজধানীর গুলশানে আমার-ই হোটেলসহ কয়েকটি হোটেলে অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বেশ কয়েক বোতল মদ জব্দ করা হয়।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, এসব মাদকের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। এছাড়া হোটেলের শিশা লাউঞ্জ থেকে কিছু নমুনা জব্দ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এসব শিশার সাথে মাদক ব্যবহার করা হতো কী না। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা