রেচেলকে বাসায় ডেকে যা করেছিলেন সাজিদ খান টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮ | আপডেট: ৫:১৮:অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮ যৌন হেনস্তা নিয়ে এখন উত্তপ্ত বলিউডপাড়া। অভিনেত্রী তনুশ্রীর পর এবার একে একে মুখ খুলছেন অন্যরা। ইতিমধ্যে কঙ্গনা ও ঐশ্বরিয়ার মতো তারকারা মুখ খুলেছেন। পরিচালক নানা পাটেকারের বিরুদ্ধে মামলা হয়েছে।এরই ধারাবাহিকতায় এবার মুখ খুলেছেন মডেল তথা অভিনেত্রী রেচেল হোয়াইট। জানালেন নিজের অভিজ্ঞতার কথাও।রেচেল জানান, ২০১৪-এ ‘হামশকল’ ছবিতে অভিনয়ের সময় রেচেলকে বাড়িতে ডেকেছিলেন সাজিদ খান। সাজিদ জানিয়েছিলেন, তিনি মায়ের সঙ্গে থাকেন। বাড়িতে গেলে কোনো অসুবিধে হবে না।রেচেলের ভাষায়, হামশকলের সময় সাজিদ বলেছিলেন ৫ মিনিটের জন্য আমার বাড়িতে এসো। আমি প্রথমে যেতে চাইনি। কিন্তু ও বলেন, মা আছে। তোমার অসুবিধে হবে না। কিন্তু বাড়িতে যাওয়ার পর কাজের মহিলা আমাকে সাজিদের বেডরুমে যেতে বলেন। বাড়িতে আর কেউ ছিলেন না…। ঘরে যাওয়ার পর আমাকে সাজিদ পোশাক খুলতে বলেছিলেন। কারণ যে ছবির জন্য আমাকে ভাবা হয়েছিল, সেখানে বিকিনি পরতে হতো। আরও পড়ুন পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়, বললেন সালমানের প্রাক্তন প্রেমিকা রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?