লজ্জার রেকর্ড থেকে বাঁচলো মেয়েরা টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮ | আপডেট: ১১:২২:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮ কিছুদিন আগেই এশিয়ার সেরার মুকুট অর্জন করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতকে হারিয়ে দেশের হয়ে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা বইয়ে আনে নারীরা।সেই নারীরাই কিনা পাকিস্তানের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়তে বসেছিলেন। শেষ পর্যন্ত ৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। সঙ্গী হয় ৫৮ রানের হার।বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি২০ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে (বৃষ্টির কারণে ওভার কমানো হয়) ৫ উইকেট হারিয়ে ৮৮ রান করে পাকিস্তান।জবাব দিতে নেমে ১২ দশমিক ৫ ওভারে ৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। মেয়েদের টি২০তে সর্বনিম্ন রানের রেকর্ড মোজাম্বিকের। চলতি বছরের আগস্টে নামিবিয়ার বিপক্ষে ২৫ রানে অলআউট হয় তারা।তবে বাংলাদেশের মেয়েরাও ২৩ রানে ৯ উইকেট হারিয়ে কম রানের লজ্জার রেকর্ড গড়ার শংকায় ফেলে দেয়। শেষ পর্যন্ত ৩০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।পাকিস্তানের পক্ষে আনাম আমিন ৩ ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান। আগামী ৫ এবং ৬ অক্টোবর একই মাঠে বাকি দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। একমাত্র ওয়ানডে ম্যাচ হবে ৮ অক্টোবর।এর আগে মঙ্গলবার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি