শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯ ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীতগণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন। একইদিনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনও করবেন ড. কামাল হোসেন। গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।শনিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে করবেন কামাল হোসেন।লতিফুল বারী হামিম জানান, গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। আগামীকালের বৈঠকে জেলার নেতাদের দেওয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।এর আগে গত ৫ জানুয়ারি শনিবার বর্ধিত সভা শেষে ড. কামাল হোসেন বলেন, দলের নির্বাচিত দুই সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার বিষয়ে তারা ইতিবাচক। এর একদিন পর ৬ জানুয়ারি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মুন্টু সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবেন না।’ আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ