শাহজালালে একই পরিবারের ৫ যাত্রীর কাছে ১ কেজি স্বর্ণ উদ্ধার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ৪:৪৫:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ১৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।সোমবার সকাল পৌনে ৭টার দিকে মাস্কট থেকে শাহজালালে আসা বিএস ৩২২ ফ্লাইটে আগত ৫ যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো আটক করা হয়।যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতারের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে বিএস ৩২২ বিমানযোগে স্বর্ণ চোরাচালান হবে। শুল্ক গোয়েন্দার দল বিমান তল্লাশি করেও কোনো স্বর্ণ না পাওয়ায় দ্রুত যাত্রী বেল্ট ও গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।এ সময় ওই ৫ যাত্রী কোনো প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় তাদের শরীরের বিভিন্ন জায়গায় লুকায়িত অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়। যার মধ্যে ২টি ১০ তোলা স্বর্ণবার, বার দিয়ে মোটা করে চেইন বানানো ৫টি কাঁচা স্বর্ণ, বার দিয়ে দণ্ড বানানো ৬টি কাঁচা স্বর্ণদণ্ড রয়েছে।উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫৮ লাখ ১০ হাজার টাকা। আটককৃত পণ্য ও যাত্রীর বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। আরও পড়ুন বিনা প্রয়োজনে বের হওয়ায় আজও রাজধানীতে গ্রেফতার ৫৬৬ অকারণে বের হয়ে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭