‘শিক্ষকদের বেতন বৈষম্য থাকছে না’ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯ | আপডেট: ৮:০৮:অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি: সংগৃহীতসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।আজ বুধবার কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জাকির হোসেন।তিনি বলেন,শিক্ষার মান উন্নয়নে আপনাদের সদয় হয়ে পড়াশোনা করতে হবে। এতে শিক্ষকদের মর্যাদা আরো বাড়বে। মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারী উপজেলাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার। উত্তর জনপদে সরকারের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় কুড়িগ্রাম জেলা আর মঙ্গা পিরিত থাকবে না। আশা করি, সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় আপনারা আমাকে সহযোগিতা করবেন।এ সময় আরো বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী অফিসার দ্বিপঙ্কর রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) শহীদ সোহরাওয়ারদী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাংবাদিকরা।অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা