শেকৃবিতে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ | আপডেট: ১০:৩৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯ কায়েস ইবনে জুবায়ের,শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ‘ট্রেনিং ফর নিউলি অ্যাপয়েন্টেড টিচার অফ সাউ (১ম ব্যাচ)’ শীর্ষক কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজিত দুই দিনব্যপী এই কোর্সে মোট ৪০ জন শিক্ষক অংশ নেন।রবিবার বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল অনুষদ ভবনের সেমিনার কক্ষে ট্রেনিং প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মোঃ মোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, “নিজেকে সমৃদ্ধ ও দক্ষ করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।পেশাগত দক্ষতা অর্জনের লক্ষে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।” আরও পড়ুন করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু বরেণ্য সংগীত শিল্পী ফকির আলমগীর-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ