শ্রীলঙ্কাকে সহজেই হারাল ইংল্যান্ড টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮ | আপডেট: ৯:১১:পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮ ছবিঃ সংগৃহিতটিবিটি খেলাধুলাঃ ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে সহজেই হারাল ইংল্যান্ড। সাত উইকেটে জিতেছে মর্গ্যানের দল। ১৫১ রানের লক্ষ্য ১৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।টস হেরে ব্যাট করতে নেমে নিরোশান ডিকভেলার টর্নেডো ইনিংসে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। ২০ বলে ৮ চারে ৩৬ রান করা কিপার ব্যাটসম্যানকে ফিরিয়ে ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কারান।কুসল মেন্ডিসকে গোল্ডন ডাকের স্বাদ দেন রশিদ। পরে পরপর দুই বলে ফিরিয়ে দেন সাদিরা সামারা্বিক্রমা ও থিসারা পেরেরাকে। লেগ স্পিনারের আঘাতে এলোমেলো হয়ে যায় লঙ্কান ব্যাটিং। দুই উইকেটে ৯৪ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড়ানো দল কোনো মতে যায় দেড়শ পর্যন্ত।৩৬ রানে ৪ উইকেট নেন রশিদ।জবাবে লাসিথ মালিঙ্গার প্রথম ওভার থেকে ১৭ রান তুলে নেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। তবে বেশিক্ষণ টিকেননি বেয়ারস্টো ও জো রুট।ইংলিশ অধিনায়ক অপরাজিত থাকেন ৫৮ রানে। তার ৪৯ বলের ইনিংসটি গড়া ৭টি চারে। ছক্কায় ম্যাচ শেষ করা স্টোকস ২৪ বলে করেন ৩৫ রান। তাতেই ১৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি