সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: গুলিবিদ্ধ শ্রমিকের মৃত্যু টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯ | আপডেট: ১০:১৫:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯ ছবিঃ সংগৃহিতসাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার বেতন ‘বৈষম্যকে’ কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সুমন।পুলিশের গুলিতে নিহত সুমন মিয়া (২২) শেরপুর জেলার শ্রীবরদি থানার কলাকান্দা গ্রামের আমির আলীর ছেলে। তিনি সাভারের উলাইল কর্ণপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। উলাইল এলাকার আনলিমা অ্যাপারেলস পোশাক কারখানার ষষ্ঠ তলায় ফিনিশিং সেকশনে কাজ করতেন।দিনভর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, লাঠিচার্জ, গুলি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মুকুল হোসেনসহ আরও তিন শ্রমিক।পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল ও শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়। পরে আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আরও পড়ুন শ্রীপুরে ছিনতাইকারীর ছুরির আঘাতে বিকাশ দোকানীর মৃত্যু নাগরপুরে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার