সারাদেশে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে সাত হাজার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮ | আপডেট: ১:৫৪:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮ চলতি বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৪৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অন্তত ১৭ জন মারা গেছেন বলে পরিসংখ্যানে জানা গেছে।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ- আইইডিসিআর)-এর গবেষণায় ডেঙ্গু জ্বরের এ তথ্য বেরিয়ে এসেছে। এর আগে ২০০২ সালে এক বছরে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার দিক থেকে এ বছর নয় মাসেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে বিশেষজ্ঞরা বলছেন। আগের বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের ধরন ভিন্ন।এ কারণে তা নিয়ন্ত্রণ করাও কঠিন বলে মনে করছেন কর্মকর্তারা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্তদের বেশির ভাগই শিশু। কারণ প্রাপ্ত বয়স্কদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা