সিরাজগঞ্জে যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮ | আপডেট: ১০:৫২:পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮ সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে (৪৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে শহরের রানিগ্রাম বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন যুবলীগ নেতা গোলাম মোস্তফা। এ সময় রানিগ্রাম বাজারের কাছে পৌঁছালে, তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় কয়েকজন দুর্বৃত্তরা।পরে স্থানীয়রা গুরুতর আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক