সিরিয়ায় হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা করেছে আমেরিকা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ২:৪৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ টিবিটি আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সম্ভাব্য সামরিক আগ্রাসনের জন্য দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছে আমেরিকা। উগ্র সন্ত্রাসী অধ্যুষিত ইদলিব প্রদেশ সিরিয়ার সরকারি সেনাদের অভিযানের আগ মুহূর্তে এ খবর বের হলো।আমেরিকার কয়েকজন কর্মকর্তা মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে গতকাল (শুক্রবার) বলেছেন, দেশের গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞরা সিরিয়ায় হামলার লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছেন তবে হামলা চালানোর বিষয়টি এখনো চূড়ান্ত করেন নি।একজন কর্মকর্তা বলেন, সিরিয়ার সরকার রাসায়নিক গ্যাস হামলা চালালে মার্কিন সেনারা যাতে দ্রুত জবাব দিতে পারে সেজন্য প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই তালিকা অনুযায়ী হামলা শুরু হবে।ইদলিব অভিযানের সময় সিরিয়ার সেনারা রাসায়নিক হামলা চালাবে বলে আমেরিকা গত কয়েকদিন ধরে বলে আসছে। তবে রাশিয়া ও মিত্ররা বলছে, সন্ত্রাসীদেরকে দিয়ে রাসায়নিক হামলা চালিয়ে আমেরিকা সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালানোর অজুহাত তৈরি করবে। এজন্য ইদলিবে বিদেশী বিশেষজ্ঞ আনা হয়েছে বলেও রাশিয়া নিশ্চিত তথ্য দিয়েছে। আরও পড়ুন বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর