সিলেটে পাথর কোয়ারিতে অভিযান, ২০ বোমা মেশিন ধ্বংস টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ | আপডেট: ৩:১৮:পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ টিবিটি দেশজুড়েঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত ২০ বোমা মেশিন ও একটি পে-লোডার মেশিন ধ্বংস করেছে টাক্সফোর্স। এ সময় বোমা মেশিন চক্রের অন্যতম হোতা ইমাম উদ্দিনকে আটক করা হয়।শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম ও লিলাইবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় অভিযান টের পেয়ে বোমামেশিন মালিকরা পালিয়ে গেলেও গুচ্ছগ্রাম এলাকায় বোমামেশিন পরিচালনাকারীদের অন্যতম হোতা ও বোমা মেশিন মালিক পাড়ুয়া মাঝপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে ইমাম উদ্দিনকে (৩৪) আটক করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ জানান, একটি সংঘবদ্ধ পাথরখেকো চক্র বোমা মেশিন দিয়ে লিলাইবাজার ও গুচ্ছগ্রাম ধ্বংস করে রাতের আঁধারে পাথর উত্তোলনে লিপ্ত রয়েছে। ভোর হলেই চক্রটি মেশিন সরিয়ে ফেলে। ফলে কৌশল পাল্টিয়ে এ অভিযান পরিচালনা করি। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক