সেনাবাহিনীর শতাধিক প্রতিষ্ঠান বন্ধ ইরানের টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ৫:১৩:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ সামরিক বাহিনীর অধীনে পরিচালিত ১৩০টির বেশি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতেমি সোমবার জানিয়েছেন একথা।ইরানি প্রতিরক্ষামন্ত্রী জানান, সেনাবাহিনীর অধীনে পরিচালিত কোম্পানিগুলোর মধ্য থেকে ৭২ শতাংশ বেসরকারি খাতে ছেড়ে দিতে প্রস্তুত আছে। এ বছরের জানুয়ারিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেনাবাহিনীকে অর্থনৈতিক খাত থেকে প্রত্যাহারের নির্দেশ দেন, সেই নির্দেশের আলোকেই এই পদক্ষেপ নিয়েছে ইরান।তিনি বলেন, বন্ধ করে দেয়া কোম্পানিগুলো পরিবহন, জ্বালানি ও অবকাঠামো নির্মাণ খাত সংশ্লিষ্ট কাজ করতো।তিনি বলেন, এছাড়া ওয়াগন পার্স ও ইরান এয়ার ট্যুরস নামক দুটি প্রতিষ্ঠানের শেয়ার ছেড়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।ইরানের ট্রেন প্রস্তুতকারক কোম্পানি ওয়াগন পার্স ট্রেনের বিভিন্ন সামগ্রী ছাড়া বিমান যন্ত্রাংশ তৈরি করে। আর ইরান এয়ার ট্যুরস তেহরান ভিত্তিক বিমান সংস্থা।আমির হাতেমি বলেন, অর্থনৈতিক খাতে সেনাবাহিনীর ভুমিকা কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে তিনি মনে করিয়ে দেন যে, আগের সরকারগুলোও সেনাবাহিনীর অধীনে পরিচালিত অনেক প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল