সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ১১:০৮:পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ ফেনীর সোনাগাজী উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তাহমিনা আক্তার আইরিন (১৬) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডালিম ও সোহাগ নামে দুই বখাটে। সোমবার দুপুরে সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।আহত শিক্ষার্থী সোনাগাজীর এনায়েত উল্লাহ মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।আহত শিক্ষার্থীর বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আইরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে স্থানীয় বখাটে ডালিম। এ নিয়ে সোমবার বাড়ির পাশে একা পেয়ে ওই শিক্ষার্থীর পথরোধ করে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ডালিম ও তার সহযোগী সোহাগ। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে ডালিম ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে। সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, ঘটনা আমরা শুনেছি। লিখিত অভিযোগ হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আরও পড়ুন পটিয়ায় করোনা আক্রান্ত রোগী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশির প্রকোপ কক্সবাজারে পাহাড় ধসে টেকনাফে একই পরিবারের ৫ শিশু এবং মহেশখালীতে এক বৃদ্ধের মৃত্যু