স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ | আপডেট: ৩:২৬:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ টিবিটি দেশজুড়ে: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক সাজু মিয়াকে আটক করেছে র্যাব।আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর সিংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত সাজু মিয়া সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর সিংগা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।র্যাবের এএসপি হাবিবুর রহমান জানান, প্রধান শিক্ষক সাজু মিয়া ৩১ জুলাই দুপুরে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে শোবার ঘরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সাজু মাষ্টার পালিয়ে যায়।এ ঘটনায় মেয়েটির পরিবার সাজু মিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সাজু মিয়াকে গ্রেফতারের পর র্যাব সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক